সোনার বাংলা গড়ে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ
স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকার রাজউক ভবনের ‘রাজউক মিলনায়তনে’ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ জীবন বীমা কর্পোরেশন (উন্নয়ন) আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। সারা বাংলা ঘুরে বাঙালি জাতিকে তিনি এক কাতারে দাঁড় করিয়েছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমার বাবার সাথে আমিও মুক্তিযুদ্ধ করেছি। সেই পরাজিত শক্তি ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি।
তিনি বলেন, আজ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি দিন-রাত কাজ করে যাচ্ছেন। আমরা বঙ্গবন্ধুকে আর ফিরে পাব না সত্য, তবে উন্নত বাংলাদেশ গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করব।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের উন্নয়নে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতা দিয়েছেন। দীর্ঘদিনের নিপীড়নের হাত থেকে বাঙালি জাতিকে রক্ষা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এক কাতারে দাঁড়িয়ে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ পূরণ করতে হবে। বাংলার মানুষের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন। সোনার বাংলা গড়তে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে যাব।
বঙ্গবন্ধু পরিষদ জীবন বীমা কর্পোরেশনের (উন্নয়ন) কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান শেলীনা আফরোজা এবং জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পারভীন সিদ্দিকা।
এমইউএইচ/এমএআর/পিআর