লার্ভা ধ্বংসে ডিএসসিসির অভিযান-জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ২৯ আগস্ট ২০১৯

এডিস মশার লার্ভা ধ্বংসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) এডিস মশার লার্ভা নিধনে ডিএসসিসির পাঁচটি মোবাইল টিম সাতটি ওয়ার্ডের মোট ১০৫ বাড়ি সরেজমিন পরিদর্শন করে।

এর মধ্যে খিলগাঁও সরকারি কোয়ার্টারসহ অফিস ও স্থাপনা রয়েছে। তবে সেখানে এডিস মশার কোনো লার্ভা পাওয়া যায়নি। এছাড়া খিলগাঁও এলাকার চার বাড়িতে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এছাড়া ১৯ ও ২০ ওয়ার্ডের ২৪ বাড়ি পরিদর্শন করেন তিনি।

অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ান ৩৪ নম্বর ওয়ার্ডের ১৫, নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির আহমেদ ১ নম্বর ওয়ার্ডের ১১, নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান ২৬ নম্বর ওয়ার্ডের ২০ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহম্মাদ শহীদুল্লাহ ৪৬ এবং ৫৪ নম্বর ওয়ার্ডের মোট ৩৫ বাড়ি পরিদর্শন করেন।

ম্যাজিস্ট্রেটরা বাড়ির মালিকসহ নাগরিকদের মাঝে সচেতনমূলক লিফলেট বিতরণ এবং বাড়ি, অফিস, শিক্ষাঙ্গনসহ কোনো স্থানেই যেন পানি জমে না থাকে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বন জানান।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহকে টার্গেট ধরে মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের নির্দেশনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে ডিএসসিসি গৃহীত ব্যাপক কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালিত হচ্ছে। ডিএসসিসির এ অভিযান অব্যাহত থাকবে।

এএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।