খুলনায় শ্রমিকদের সড়ক অবরোধ
খুলনার রাষ্ট্রায়াত্ব আলীম জুট মিলস ব্যক্তি মালিকানায় হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকদের সড়ক অবরোধ কর্মসূচি চলছে। বৃহস্পতিবার সকাল ১০টায় এই কর্মসূচি শুরু হয়েছে। চলবে বেলা ২টা পর্যন্ত।
এদিকে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা কর্মসূচি পালন করায় গেটের দুই পাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে।
আলীম জুট মিল হস্তান্তর প্রতিরোধ কমিটি আহ্বায়ক মো. আব্দুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সৈয়দ জাকির হোসেন, আ. সালাম, হাবিবুর রহমান, আফসার আলী, ইউসুফ গাজী, জাকারিয়া, সাইফুল ইসলাম লিটু প্রমুখ।
বক্তারা বলেন, মিলটি বেসরকারি খাতে ছেড়ে দেয়ার জন্য একটি মহল দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বর্তমানে মিলটিতে স্থায়ী ও বদলিসহ প্রায় দুই হাজার শ্রমিক কাজ করে। মিলটি ব্যক্তি মালিকানায় হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়া হয় তাহলে শ্রমিক-কর্মচারীরা পরিবার নিয়ে সীমাহীন কষ্টের মধ্যে পড়বেন।
বক্তাগণ অবিলম্বে আলীম জুট মিল ব্যক্তি মালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বাতিলসহ বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।
১৯৬৮ সালের ১ জুলাই খুলনার আটরা শিল্প এলাকায় মেসার্স আলীম জুট মিলস লিমিটেড শিল্প প্রতিষ্ঠানটি ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৭২ সালে তৎকালীন রাষ্ট্রপতির আদেশ বলে (পি ও ২৭) মিলটি রাষ্ট্রায়াত্ব করা হয় এবং বিজেএমসির নিয়ন্ত্রাণাধীন মিল হিসেবে এখন পর্যন্ত পরিচালিত হয়ে আসছে।
১৯৮২ সালে তৎকালীন সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করে ৩০টি জুট মিল বাংলাদেশি মালিক, যাদের শেয়ার ৫১ শতাংশ রয়েছে তাদের কাছে হস্তান্তর করা হবে। ঘোষণা অনুযায়ী ২৯টি মিল হস্তান্তর করা হয়। কিন্তু মেসার্স আলীম গং ৪১ দশমিক ৬০ শতাংশের বেশি শেয়ার দেখাতে পারেনি বিধায় মিলটি গ্রহণ করতে ব্যর্থ হয়। সেই থেকে আজ পর্যন্ত মিলটি বিজেএমসির নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে।
আলমগীর হান্নান/এমজেড/এমএস