বুনিয়াদি প্রশিক্ষণ নিলেন ৩৬৬ বিসিএস কর্মকর্তা


প্রকাশিত: ০৭:২৫ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

রাজধানীর অদূরে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৬৬ জন বিসিএস কর্মকর্তার বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বৃহস্প্রতিবার দুপুরে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অডিটরিয়ামে তাদের হাতে সনদপত্র তুলে দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এছাড়া নবীন কর্মকর্তাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রশিক্ষনে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করায় নবীন সহকারী কমিশনার প্রত্যয় হাসানকে গোল্ড মেডেল প্রদান করেন মন্ত্রী। জানা যায়, শিগগিরই নবীন এই কর্মকর্তারা বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন দফতরে যোগ দিবেন।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম ইসমত আরা সাদিক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী ও বিপিএটিসির রেক্টর সোহরাব হোসাইন প্রমুখ।

আল-মামুন/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।