সংসদ ভবনের সামনে হচ্ছে আন্ডার পাস
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি সুসজ্জিত আন্ডার পাস নির্মাণ করবে সরকার। আন্ডার পাসটি হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সাংসদদের আবাসিক এলাকা পর্যন্ত। আধুনিক সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে নতুন এই আন্ডার পাসটিতে।
সূত্র বলছে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এই নির্দেশ দিয়েছেন। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী এমন নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
এসময় প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংসদ ভবন এলাকায় প্রতিনিয়ত অসংখ্য মানুষ অবসর সময় কাটাতে আসেন। তাদের পারাপারে অনেক সময়ই ঝুঁকি লক্ষ্য করা যায়। তাই এখানে সুন্দর ও আধুনিক নকশনায় একটি আন্ডার পাস করা দরকার। এটি অবশ্যই সুসজ্জিত হতে হবে।
এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাগো নিউজকে বলেন, প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দিয়েছেন। আমি আমার বিভাগের সচিবকে ইতোমধ্যে এ ব্যাপারে উদ্যোগ নিতে বলেছি। খুব শিগগিরই এর একটি দৃশ্যমান উদ্যোগ দেখতে পারবেন।
তিনি আরো বলেন, আধুনিক নকশায় একটি আন্ডার পাস হলে সেটিও দর্শনার্থীদের বিনোদনের কেন্দ্র হতে পারে।
জানা গেছে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ঠিক মাঝ থেকে ন্যাম ভবন পর্যন্ত এই আন্ডার পাসটি করা হবে। চলতি বছরেই এর একটি দৃশ্যমান উদ্যোগ দেখা যাবে।
সড়ক পরিবহন ও সেতু বিভাগ সূত্র বলছে, সংশ্লিষ্ট সচিব আন্ডার পাসটি নিয়ে মৌখিকভাবে প্রকৌশল বিভাগে কথা বলেছেন। তাদের কাছ থেকে লিখিত নির্দেশনা চেয়েছেন। কিভাবে কি করা যায় সেটি জানতে চেয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, আন্ডার পাসটি হলে জনসাধারণের চলাচলে যেমন সুবিধা হবে, অন্যদিকে পারাপারে সাধারণের ঝুঁকিও কমবে।
এসএ/এসএইচএস/এমএস