দেশে ফিরেছেন ৪১ শতাংশ হাজি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২৯ আগস্ট ২০১৯
ফাইল ছবি

১২ দিনে মোট ৫২ হাজার ৩১২ জন অর্থাৎ মোট বাংলাদেশি হাজির ৪১ শতাংশ (মৃত ১১০ জন হাজি/হজযাত্রী ছাড়া) হজ পালন শেষে দেশে দেশে ফিরেছেন।

মোট ১৪৩টি ফ্লাইটে করে তারা দেশে ফেরেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৪ টি ও সৌদি এয়ারলাইন্সের ৭৯টি ফ্লাইট রয়েছে।

ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৫২ জন সৌদি আরব যান। গত ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়। ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে।

সূত্র জানায়, বর্তমানে দেশে ফেরার অপেক্ষায় সৌদি আরবে অবস্থানরত হাজিদের মধ্যে ২৮ শতাংশ মদিনায় ও অন্য সব হাজি মক্কায় অবস্থান করছেন।

প্রতিদিনই হাজিরা মদিনা ও জেদ্দা বিমানবন্দর হতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সযোগে দেশে ফিরছেন। এখন প্রর্যন্ত মোট ফেরাদ হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সযোগে ৪৯ শতাংশ এবং সৌদি এয়ারলাইন্সযোগে ৫১ শতাংশ হাজি দেশে পৌঁছেছেন।

এমইউ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।