রোহিঙ্গা সঙ্কট নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ২৮ আগস্ট ২০১৯

রোহিঙ্গা সঙ্কটের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফ অনুষ্ঠিত হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।

গত ২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া দ্বিতীয়বারের মতো ভেস্তে যাওয়ার পরে এই প্রথম কূটনীতিকদের সঙ্গে বসতে যাচ্ছে সরকার।

এ বিষয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, মিয়ানমারের প্রতিশ্রুতি সত্ত্বেও প্রত্যাবাসন শুরু সম্ভব হয়নি। অথচ মিয়ানমার এখন বাংলাদেশকেই দুষছে। বাংলাদেশ প্রত্যাবাসনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিল। রোহিঙ্গাদের রাজি করাতে মিয়ানমারই ব্যর্থ হয়েছে।

তারা নিজেদের নাগরিকদের নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিষয়ে সন্তুষ্ট করতে পারেনি। বিষয়টি আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাতে চাই।

এছাড়া সম্প্রতি রোহিঙ্গাদের সমাবেশ নিয়েও উদ্বিগ্ন বাংলাদেশ। এ বিষয়ে যারা রোহিঙ্গাদের সংঘবদ্ধ করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা ভাবছে সরকার। এসব বিষয় আলোচনায় থাকতে পারে বলে জানান তিনি।

সূত্র জানায়, কূটনীতিকদের রোহিঙ্গা সঙ্কটের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে সহায়তা চাওয়া হবে।

জেপি/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।