এরশাদ বেঁচে থাকলে সবগুলোকে গুলি করতেন : বিদিশা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ২৮ আগস্ট ২০১৯

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুর কারণে শূন্য হয়েছে রংপুর-৩ আসন। এ আসনের উপনির্বাচনে এরশাদের ছোট ছেলে এরিক এরশাদকে সঙ্গে নিয়ে মনোয়নপত্র সংগ্রহ করায় কড়া সমালোচনার মুখে পড়েছেন দলটির যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসির।

এ ঘটনায় এরশাদের সাবেক স্ত্রী ও এরিকের মা বিদিশা এরশাদও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) এরিক এরশাদকে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহের পর এ নিয়ে ফেসবুক পেজে ওই দিনই দুটি পোস্ট দেন বিদিশা।

অটিস্টিক আক্রান্ত ছেলেকে নিয়ে মনোনয়ন সংগ্রহ করায় প্রথম পোস্টে বিদিশা লেখেন, ‘এরিক এর বাবা বেঁচে থাকলে কী করতেন আজ? মনে হয় উনি সবগুলোকে গুলি করতেন। আমি এদের স্পর্ধা দেখে অবাক হই।’

এর প্রায় ৫ ঘণ্টা পর দ্বিতীয় পোস্টে বর্তমানে দল পরিচালনাকারীদের সমালোচনা করে তিনি লেখেন, ‘প্রয়াত রাষ্ট্রপতি এইচএম এরশাদের হাতে গড়া দল এখন সার্কাসে পরিণত হয়েছে। দলীয় চেয়ারম্যানের একমাত্র উত্তরসূরি প্রতিবন্ধী সন্তানকেও এখন রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে। জাতির কাছে আমার প্রশ্ন, যারা এই দলের নেতৃত্ব দিচ্ছেন তাদের বিবেক বুদ্ধি কি সব লোপ পেয়ে গেছে?’

উল্লেখ্য, আগামী অক্টোবরের প্রথম দিকে রংপুর-৩ আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।

পিডি/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।