গাজীপুরে ১৯টি গরুসহ ট্রাক ছিনতাই


প্রকাশিত: ১২:০০ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

গাজীপুর মহানগরীর মীরের বাজার এলাকা থেকে অস্ত্রের মুখে ১৯টি গরুসহ একটি কেরবানির গরুবাহী ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গরু ব্যবসায়িরা জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ব্যবসায়িরা জানান, বুধবার রাত আটটার দিকে রাজশাহী থেকে ১৯টি গরু কিনে ট্রাকযোগে বিক্রির জন্য নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন তারা। গরুবাহী ট্রাকটি বৃহস্পতিবার ভোরে মীরের বাজার এলাকায় পৌঁছলে একটি পিকআপ এসে ট্রাকটির গতিরোধ করে। এসময় পিকআপ থেকে ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে ব্যবসায়িদের জিম্মি করে ট্রাকের চালক, হেলপারসহ তিন ব্যবসায়িকে হাত-পা বেঁধে ওই পিকআপে ওঠায়। এক পর্যায়ে ছিনতাইকারীরা গরু ব্যবসায়িদের নগদ ৩০ হাজার টাকা, ৫টি মোবাইল সেট ও ১৯টি গরুসহ ট্রাকটি ছিনতাই করে পালিয়ে যায়। পরে ব্যবসায়িদের হাত পা বাঁধা অবস্থায় সদর উপজেলার মাস্টার বাড়ি এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজাহারুল ইসলাম জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ত্রিপল দিয়ে মুড়িয়ে হাত-পা বাঁধা অবস্থায় গরু ব্যবসায়ীসহ ছয় জনকে মাস্টার বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফেলে যায়। পরে তারা নিজেরাই বাঁধন খুলে ফাঁড়িতে আসলে তাদের থানায় পাঠিয়ে দেয়া হয়।
                        
মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।