স্পিকার্স সম্মেলনে যোগ দিতে শিরিন শারমিনের ঢাকা ত্যাগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২৮ আগস্ট ২০১৯

মালদ্বীপে অনুষ্ঠিতব্য ফোর্থ সাউথ এশিয়ান স্পিকার্স সামিট অন অ্যাচিভিং দ্য সাসটেইনেবল ডেভলপমেন্ট গোলস- এ যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে মালদ্বীপের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। আগামী ১ ও ২ সেপ্টেম্বর মালদ্বীপের রাজধানী মালেতে এ সামিট অনুষ্ঠিত হবে।

স্পিকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

সফরশেষে আগামী ৩ সেপ্টেম্বর স্পিকার দেশে ফিরবেন।

এইচএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।