ফের বাড়ল পূর্ত সচিব শহীদ উল্লার মেয়াদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ২৮ আগস্ট ২০১৯

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকারের চুক্তির মেয়াদ আরও ২ বছর বাড়ানো হয়েছে। বুধবার (২৮ আগস্ট) তার মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, আগামী ২৩ সেপ্টেম্বর বা যোগদানের তারিখ থেকে এ মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে।

২০১৭ সালের ২২ সেপ্টেম্বর চাকরির মেয়াদ শেষে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল শহীদ উল্লার। সে সময় তার পিআরএল বাতিল করে চুক্তিতে ২ বছরের জন্য গৃহায়ন ও গণপূর্ত সচিব হিসেবে নিয়োগ পান তিনি। তার সেই নিয়োগের মেয়াদ আগামী ২২ সেপ্টেম্বর শেষ হবে।

আরএমএম/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।