বিমানের মতো সড়ক নৌ রেলপথেও ক্ষতিপূরণ দাবি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ২৭ আগস্ট ২০১৯

বিমানযাত্রীদের ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে ‘আকাশপথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন-১৯৯৯) আইন, ২০১৯’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

কেবল বিমান দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণ বাড়ানোর এ বিষয়টিকে সড়ক, নৌ ও রেলপথের যাত্রীদের সাথে বৈষম্যমূলক আচরণ বলে অভিহিত করেছেন যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক আরমান হোসেন পলাশ।

এক বিবৃতিতে আরমান হোসেন পলাশ বলেন, সারাদেশে অব্যবস্থাপনা ও অবহেলাজনিত কারণে সড়ক ও নৌপথে মানুষের জীবন আজ অনিরাপদ। প্রতিদিন গড়ে সড়কে ঝরছে প্রায় ২০টি প্রাণ। আহত হয়ে পঙ্গুত্ববহন করে হাজারও মানুষ। দুঃখজনক হলেও সত্য এ ব্যাপারে ক্ষতিপূরণ দিতে সরকারকে খুব একটা তৎপর দেখা যায় না।

বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক একইভাবে সড়ক, নৌ ও রেলপথের দুর্ঘটনাকবলিত যাত্রীদের পরিবারকে ক্ষতিপূরণের আওতায় আনার জোর দাবি জানান।

এনএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।