আন্তর্জাতিক ট্রাক টার্মিনাল হচ্ছে বাংলাদেশে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২৭ আগস্ট ২০১৯
ফাইল ছবি

বাংলাদেশে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক ট্রাক টার্মিনাল কেন্দ্র। মোংলা নৌবন্দরকে কেন্দ্র করে এটি নির্মাণ করা হবে। এর প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। সরকারি তহবিল (জিওবি) থেকে এ খরচ বহন করা হবে। কমপক্ষে এক হাজার ট্রাক ধারণক্ষমতা সম্পন্ন টার্মিনালটির কাজ শেষ হবে ২০৩০ সালের মধ্যে।

মঙ্গলবার সংসদ ভবনে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এ তথ্য উপস্থাপন করা হয়।

মোংলা বন্দরের সহকারী ব্যবস্থাপক ফজিলা খাতুন স্বাক্ষরিত কার্যবিবরণে ওই বন্দর নিয়ে ২০১৮-২০১৯ অর্থবছরের সমাপ্ত প্রকল্প, অনুমোদিত প্রকল্প, ভবিষ্যত প্রকল্পগুলোর চিত্র তুলে ধরা হয়।

২০১৮-২০১৯ অর্থবছরে মোংলা বন্দরে চারটি প্রকল্প শেষ হয়েছে বলে কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।

এগুলো হলো- মোংলা বন্দর হতে রামপাল বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত পশুর চ্যানেলে ক্যাপিটাল ড্রেজিং, মোংলা বন্দর কর্তৃপক্ষের রুজভেল্ট জেটির বিদ্যমান অবকাঠামোর উন্নয়ন, মোংলা বন্দরের জন্য টাগ বোট সংগ্রহ ও মোবাইল হারবার ক্রেন সংগ্রহ।

ভবিষ্যত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও আধুনিকায়ন, আপগ্রেডেশন অব মোংলা পোর্ট, মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা, মোংলা বন্দরের জন্য ছয়টি জলযান সংগ্রহ, একটি ট্রেলিং সাকশান হপার ড্রেজার সংগ্রহ, পশুর চ্যানেলের ইনার বারে ড্রেজিং. দুটি কন্টেইনার জেটি নির্মাণ, নেভিগেশনাল এইডস টু মোংলা পোর্ট, মোংলা বন্দরে শেখ রাসেল টাওয়ার নির্মাণসহ নানা প্রকল্প।

এইচএস/জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।