ডেঙ্গু থেকে বাঁচতে সেই মিজানুরের নেতৃত্বে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২৭ আগস্ট ২০১৯

ডেঙ্গু থেকে বাঁচতে সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুদ্ধ জনগণ।

মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) নগর ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড আওতাধীন পূর্ব জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান।

এর আগে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) ওয়াসারই পানি দিয়ে সুপেয় শরবত পান করাতে এসে আলোচনায় আসেন তিনি। সে সময় শরবতের জন্য ওয়াসার পানি, চিনি এবং লেবু নিয়ে এলেও ওয়াসা এমডির সাক্ষাৎ পাননি মিজানুর রহমান

আজকের অবস্থান কর্মসূচিতে রাজধানীর জুরাইন এলাকার বাসিন্দা মিজানুর রহমানসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

mizan

অবস্থান কর্মসূচিতে সাত দফা দাবি তুলে ধরেন মিজানুর রহমান। দাবিগুলোর মধ্যে রয়েছে- জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ ডেঙ্গু আক্রান্ত প্রতি জেলায় ফিল্ড হাসপাতাল স্থাপন করে বিনামূল্যে রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদান। সব শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রেখে স্থানীয় মানুষ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে ওয়ার্ডভিত্তিক বিশেষ কমিটি গঠন। প্রতিটি ফিল্ড হাসপাতাল ইউনিটে অস্থায়ী ভিত্তিতে প্রয়োজনীয় লোকবল নিয়োগ। প্রতিটি কমিটিকে বিশেষ বরাদ্দ ও প্রশিক্ষণ প্রদান। পরিবেশ বিবেচনায় নিয়ে সারা বছর এডিস মশা দমনসহ পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা। দায়িত্বে অবহেলার জন্য প্রত্যেকের বিচার ও শাস্তি এবং মেয়রসহ কর্তাব্যক্তিদের পদত্যাগ।

এছাড়া ডেঙ্গুতে মৃত্যু এবং আক্রান্ত পরিবারকে মর্যাদাপূর্ণ ক্ষতিপূরণ দেয়ার দাবি জানানো হয়।

এএস/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।