আলোকচিত্রে তুলে ধরা হলো বঙ্গবন্ধুর জীবন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আয়োজিত হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। সোমবার বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও ত্যাগের ইতিহাসকে তুলে ধরা হয় এই আলোকচিত্রে।
অনুষ্ঠানে কবি মো. নূরুল হুদা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার রচিত কবিতা আবৃত্তি করেন। পরে শিক্ষার্থীদের তিনি বলেন, ‘তোমরা বঙ্গবন্ধুর জীবন ছবি দেখবে, আঁকবে, হৃদয়ে ধারণ করবে এবং দেশের উন্নতিতে কাজ করবে।’
শিক্ষার্থীদের উদ্দেশে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর ত্যাগ ও সাহসী জীবন অনুসরণ করে তোমরা বিজ্ঞান ও প্রযুক্তি ধারণ করে দেশকে আকাশচুম্বী উচ্চতায় নিয়ে যাও এবং বাংলাদেশকে গড়ে তোল।’
এরপর বিজ্ঞান জাদুঘরে আগত শিক্ষার্থীদের জন্য দুটি সর্বাধুনিক মুভি বাস শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হয়। প্রায় দুই ঘণ্টা বাস দুটিতে বিজ্ঞানভিত্তিক ফোরডি মুভির ব্যবস্থা ছিল।
পিডি/জেএইচ/এমকেএইচ