প্রযুক্তি উন্নয়নে সহায়তা দেবে আইডিএলসি ও বেসিস


প্রকাশিত: ১১:৪৯ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিতে এগিয়ে আসছে আইডিএলসি ফিন্যান্স লিমিটেড ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এখন থেকে তথ্যপ্রযুক্তি সম্পর্কিত আগ্রহী ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীদের মুলধনে কোনো সমস্যা হবে না। পরিকল্পনা থাকলে পুঁজি দেবে আইডিএলসি।

বৃহস্পতিবার সকাল ১১টায় লেকশোর হোটেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এসময় বেসিস সভাপতি শামীম আহসান ও আইডিএলসি ফিন্যান্স লিমিটেড প্রধান নির্বাহী সেলিম আর এফ হোসেন উপস্থিত থাকবেন।

আইডিএলসি ফিন্যান্স লিমিটেড ও বেসিসের যৌথ উদ্যোগে বিশেষ এই আর্থিক সহায়তা দেশের প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। তথ্য ও প্রযুক্তির উন্নয়নে এ ধরনের আর্থিক সহযোগিতার আশ্বাস এই প্রথম।

আরএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।