সৌদি থেকে ফিরলেন ৪৫ নির্যাতিত নারী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ২৬ আগস্ট ২০১৯

সৌদি আরব থেকে দেশে ফিরলেন ৪৫ জন নারী। সে দেশে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে নানাভাবে নির্যাতনের শিকার হন তারা।

সোমবার বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছেন এসব নারী। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এসব তথ্য নিশ্চিত করে।

সূত্র জানায়, নিয়োগকর্তা কর্তৃক নির্যাতনের শিকার হয়ে এসব নারী সৌদিতে ইমিগ্রেশন ক্যাম্প ও বাংলাদেশ দূতাবাসের সেইফ হোমে আশ্রয় নিয়েছিলেন।

জানা যায়, আরও ৬৪ নারী আজ রাতে ফিরবেন। রাত ১১টা ২০ মিনিটে আমিরাত এয়ারওয়েজের একটি বিমানযোগে দেশে ফেরার কথা রয়েছে তাদের।

জেপি/জেএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।