কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল
গাজীপুরের কালীগঞ্জে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এর ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিশেষ ব্যবস্থায় বিকল ইঞ্জিন সরিয়ে কালনী ট্রেনটি পূবাইল রেল স্টেশনে নিয়ে যাওয়ার ফলে ট্রেন চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।
ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাগো নিউজকে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি কালীগঞ্জের আড়িখোলা স্টেশনের পশ্চিমে এবং পূবাইল স্টেশন থেকে এক কিলোমিটার পূর্ব দিকে শিমুলিয়া এলাকায় ইঞ্জিন বিকল হয়। এ সময় চট্টগ্রামগামী পার্শ্ববর্তী পূবাইল স্টেশনে আটকে পড়া চট্টলা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন ব্যবহার করে বিকল ট্রেনটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
কালনী ট্রেনটি উদ্ধার করে পূবাইল স্টেশনে আনার পরপরই চট্টলা ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পরে ঢাকা থেকে অপর একটি ইঞ্জিন নিয়ে এসে কালনী এক্সপ্রেস ট্রেনটি আবার ঢাকায় নিয়ে যাওয়া হবে।
তিনি আশা করেন, এতে প্রায় আধাঘণ্টা সময় লাগতে পারে। তবে ট্রেন চলাচলে সিডিউল বিপর্যয়ের কোনো সম্ভাবনা নেয় বলেও জানান তিনি।
আব্দুর রহমান আরমান/এআরএ/আরআইপি