বিজ্ঞান জাদুঘরে বঙ্গবন্ধুকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী সোমবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৫ আগস্ট ২০১৯
ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জীবন ও কর্মের ইতিহাসভিত্তিক এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। সোমবার (২৬ আগস্ট) বিকেল ৩টায় শেরেবাংলা নগরে অবস্থিত জাদুঘরে এ আয়োজন করা হবে।

রোববার (২৫ আগস্ট) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে লাইব্রেরিয়ান ও ডকুমেন্টেশন অফিসার মো. কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

কামরুল ইসলাম জানান, ‘স্থির চিত্রে বঙ্গবন্ধু’ শিরোনামে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ইতিহাসভিত্তিক এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন কবি ও সাহিত্যিক মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।

পিডি/এনডিএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।