জেলা পরিষদের নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ২৫ আগস্ট ২০১৯

১৭ জেলা পরিষদের ২০ নব নির্বাচিত সদস্য শপথ গ্রহণ করেছেন।

রোববার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম তাদের শপথ বাক্য পাঠ করান। নির্বাচিতদের নাম বাংলাদেশ গেজেটের ১ আগস্ট ২০১৯ তারিখের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, ময়মনসিংহ, টাঙ্গাইল, নোয়াখালী, সুনামগঞ্জ, নড়াইল, বরিশাল, মেহেরপুর, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, কুড়িগ্রাম, ঢাকা ও দিনাজপুর জেলা পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ১৫ সদস্যের পদত্যাগ এবং বরগুনা, রংপুর, সিরাজগঞ্জ, মাগুরা ও বগুড়া জেলা পরিষদের পাঁচ সদস্যের মৃত্যুজনিত কারণে পদগুলো শূন্য হয়েছিল।

এ সময় মন্ত্রী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর এ কে এম আরিফুল ইসলামকেও শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব রোকসানা কাদের। এ সময় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম খান, অতিরিক্ত সচিব মাহবুব হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শপথ শেষে জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, জনগণ যে বিশ্বাস ও আশা নিয়ে আপনাদের নির্বাচিত করেছেন সে লক্ষ্যে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

এমইউএইচ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।