লিমনের পায়ে গুলি নিছক দুর্ঘটনা : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী


প্রকাশিত: ১০:২৩ এএম, ২২ অক্টোবর ২০১৪

বহুল আলোচিত ঝালকাঠির ছাত্র লিমনের পায়ে র‌্যাব সদস্যের গুলি নিছক দুর্ঘটনা, এ কারণে লিমনের মামলা প্রত্যাহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, একজন দুষ্কৃতকারীকে গুলি করতে গিয়ে লিমনের পায়ে লাগে। এটা নিছক দুর্ঘটনা। দুর্ভাগ্যক্রমে ঘটেছে। এ কারণে লিমনের মামলা প্রত্যাহার করা হয়েছে।

তবে তদন্তে যদি র সদস্যরা দোষী প্রমাণিত হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে, যোগ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

র‌্যাববের সফলতা উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যেখানে পুলিশও ব্যর্থ হচ্ছে, সেখানে র‌্যাব সফল হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।