লিমনের পায়ে গুলি নিছক দুর্ঘটনা : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
বহুল আলোচিত ঝালকাঠির ছাত্র লিমনের পায়ে র্যাব সদস্যের গুলি নিছক দুর্ঘটনা, এ কারণে লিমনের মামলা প্রত্যাহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, একজন দুষ্কৃতকারীকে গুলি করতে গিয়ে লিমনের পায়ে লাগে। এটা নিছক দুর্ঘটনা। দুর্ভাগ্যক্রমে ঘটেছে। এ কারণে লিমনের মামলা প্রত্যাহার করা হয়েছে।
তবে তদন্তে যদি র সদস্যরা দোষী প্রমাণিত হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে, যোগ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
র্যাববের সফলতা উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যেখানে পুলিশও ব্যর্থ হচ্ছে, সেখানে র্যাব সফল হচ্ছে।