ফিরতি হজ ফ্লাইট বিলম্ব : বিমানের ক্ষমা প্রার্থনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ২৫ আগস্ট ২০১৯

কিছু সংখ্যক হজযাত্রীকে সময়মতো ঢাকায় ফিরিয়ে আনতে না পারায় দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহারা খন্দকার দুঃখ প্রকাশ করেন।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখিত।

তিনি বলেন, একটি উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির কারণে কিছুসংখ্যক হাজিকে আমরা সময়মতো ঢাকায় আনতে পারিনি। বিমান তার নিজস্ব ব্যবস্থাপনায় এবং নিজ খরচে হাজিদের প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করে দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করছে।

তিনি আরও বলেন, হাজিদের আত্মীয়-স্বজনকে উদ্বিগ্ন না হওয়ার জন্য বিমান বিশেষভাবে অনুরোধ করছে। সাময়িক এ অসুবিধার জন্য বিমান আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এছাড়া সংশ্লিষ্টদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে।

আরএম/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।