বেতন-বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ


প্রকাশিত: ০৬:২৪ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধের দাবিতে বিজিএমইএ ভবনের নিচে বিক্ষোভ করছে মিরপুরের সাসকো গ্রুপের গার্মেন্টসের শ্রমিকরা। বুধবার বিকেল ৫টা থেকে কারওয়ান বাজারের  তারা বিক্ষোভ করে।
 
ঘটনাস্থল থেকে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) কবির জাগো নিউজকে বলেন, বেতন-ভাতা পরিশোধের জন্য পল্লবীর সাসকো গ্রুপের গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করছে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি আরো বলেন, বিক্ষোভের কারণে সড়ক অবরোধ কিংবা অন্যান্য অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে। আমরা তাদের সরে যেতে অনুরোধ করছি। সর্বশেষ বিকেল পৌনে ৬ টায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত বিক্ষোভ চলছে।
 
এআর/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।