ফিরেছেন ৩০ হাজার ৩৫৪ জন হাজি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৫ এএম, ২৪ আগস্ট ২০১৯
ফাইল ছবি

পবিত্র হজ পালন শেষে গতকাল (২৩ আগস্ট) পর্যন্ত দেশে ফিরেছেন ৩০ হাজার ৩৫৪ জন হাজি। মোট ৮৩ টি ফ্লাইটযোগে তারা দেশে ফেরেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৫টি ও সৌদি এয়ারলাইন্সের ৪৮টি ফ্লাইট রয়েছে।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯৮টি হজ এজেন্সির মাধ্যমে বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের মোট ৩৬৫টি ফ্লাইটেযোগে মোট ১ লাখ ২৭ হাজার ১৫২ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরব যান। গত ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়।

হজ পালন শেষে গত ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। কোনো ধরনের ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে বাংলাদেশি হাজিরা দেশে ফিরে আসছেন। ফিরতি হজ ফ্লাইট শেষ হবে আগামী ১৫ সেপ্টেম্বর।

এমইউ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।