জবানবন্দি দিতে আদালতে গার্মেন্টস মালিক এনামুল


প্রকাশিত: ০৪:১৪ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

জবানবন্দি দিতে আদালতে নেয়া হয়েছে গার্মেন্টস মালিক এনামুলকে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দু’দিনের রিমান্ড শেষে এনামুলকে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিনের আদালতে হাজির করা হয়।

জঙ্গি সংগঠনে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করে দু’দিনের রিমান্ডে নেয় র‌্যাব।

র‌্যাবের ৭ এর পরিচালক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এনামুল জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি নিজেই জবানবন্দি দেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

বাঁশখালীর লটমনি পাহাড় থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধারের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে রিমান্ডে নেয় র‌্যাব। এরপর এনামুলকে আদালতের নির্দেশে হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে পাঁচদিনের রিমান্ডের আবেদন জানায়। ১৪ সেপ্টেম্বর এনামুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।