বেঙ্গল ব্লুবেরির সসে ভেজাল, ইউনিমার্টে মেয়াদোত্তীর্ণ ওষুধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২২ আগস্ট ২০১৯

ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হামিদ মিয়া এবং সাজিদ আনোয়ার।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম জানান, সন্ধ্যায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং নির্দিষ্ট তাপমাত্রায় তরল দুধ না থাকায় ইউনিমার্টকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হামিদ মিয়া।

DNCC-Fine

এদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করা, খাবারে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন সস ব্যবহার করার অপরাধে গুলশান ৯০ নম্বর রোডে বেঙ্গল ব্লুবেরি হোটেলকে ৭ লাখ টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।

ভ্রাম্যমাণ আদালত চলাকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর খালেদা বাহার বিউটি উপস্থিত ছিলেন।

এএস/এনডিএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।