সোশ্যাল মিডিয়ায় ‘গুজব ছড়াতেন’ মানসুর আহম্মদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ২২ আগস্ট ২০১৯

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য এবং গুজব প্রচার করার অভিযোগে মানসুর আহম্মদ (৪৭) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হকের নেতৃত্বে একটি দল রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাকে আটক করে।

মেজর আশরাফুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছিলেন মানসুর। মন্ত্রী, সংসদ সদস্যসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে অশ্লীল, মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ ও মানহানিকর ছবি এবং তথ্য পোস্ট ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে গুজব প্রচার করে আসছিলেন।

আটকের পর মানসুর আহম্মদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা প্রতিরোধ দমন আইনে দক্ষিণ খান থানায় মামলা দায়েরপূর্বক আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

জেইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।