মশা নিধনে দুই লাখ পিস ‘যম’ মশার কয়েল বিতরণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ২২ আগস্ট ২০১৯

এডিস মশা নিধন ও ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে মশার কয়েল-এর ব্র্যান্ড ‘যম’। কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দুই লাখ পিস ‘যম’ মশার কয়েল বিতরণ করা হয়েছে।

এছাড়া ‘যম’ ব্র্যান্ডের পক্ষ থেকে রাজধানীর বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও বিভিন্ন বস্তিতে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও এডিস মশা নিধনে করণীয় সম্পর্কে মানুষকে পরামর্শ দেয়া হয়েছে।

JOOM-mosquito-coil-1

‘যম’ মশার কয়েল ব্র্যান্ডের হেড অব মার্কেটিং মারুফুর রহমান বলেন, “দেশে এ বছর এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা ‘যম’ মশার কয়েল নিয়ে নিম্ন আয়ের মানুষের কাছে গিয়েছি এবং তাদের এডিস মশা নিধনে সচেতন করেছি।”

তিনি আরও বলেন, ‘আমরা ৭ আগস্ট থেকে রাজধানীর কড়াইল, বেগুনবাড়ি, মহাখালী, মিরপুরসহ কয়েকটি বস্তিতে সচেতনতামূলক এ কার্যক্রম চালিয়েছি। এছাড়া গাবতলী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, মহাখালী বাসস্টেশনসহ কমলাপুর রেলস্টেশনেও এ কর্মসূচি চালানো হয়েছে।’

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।