খুলনায় সপ্তাহব্যাপি আয়কর মেলার উদ্বোধন


প্রকাশিত: ০৩:৩৫ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

করদাতাদের কর প্রদানে উৎসাহিত করতে ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বুধবার থেকে খুলনায় সপ্তাহব্যাপি আয়কর মেলা-২০১৫ শুরু হয়েছে। খালিশপুরস্থ বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি তিতুমীর ফেয়ারওয়ে হলে এ মেলার উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান।

‘সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন’ শ্লোগান নিয়ে এ মেলা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা হতে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। খুলনায় পঞ্চমবারের মতো এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

মেলার উদ্বোধনকালে সংসদ সদস্য মিজানুর রহমান বলেন, ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য করদাতার সংখ্যা বৃদ্ধি করতে হবে। সহজ পদ্ধতিতে যাতে কর প্রদান করতে পারেন তার ব্যবস্থা করতে হবে। এজন্য কর প্রদানের জটিলতা দূর করতে হবে। জনগণকে কর প্রদানে উৎসাহিত করার জন্য সঠিক প্রচারণা দরকার। এজন্য কর বিভাগকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে খুলনা কর অঞ্চলের কর কমিশনার সুনীল কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর জরিপ ও পরিদর্শন) মো. লোকমান চৌধুরী, কর আপীল অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়, জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, মংলা কাস্টমস হাউজের কমিশনার ড. মোহা. আল আমিন প্রামানিক, খুলনা চেম্বারের পরিচালক মফিদুল ইসলাম টুটুল ও কর আইনজীবী সমিতির সভাপতি মো. গোলাম রসুল। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত কর কমিশনার মো. রিয়াজুল ইসলাম।

এ মেলায় ফরম পূরণে সহযোগিতা করা, প্রয়োজনীয় পরামর্শ এবং আয়কর রিটার্ন গ্রহণ করে সঙ্গে সঙ্গে প্রাপ্তি স্বীকারপত্র প্রদান করা হবে।  রিটার্নের অর্থ চালান, ড্রাফট বা পে অর্ডারে জমা দেয়ার জন্য মেলা প্রাঙ্গণে সোনালী  ও জনতা ব্যাংকের বুথ খোলা হয়েছে।  অনলাইনের মাধ্যমেও আয়কর দাখিল করা যাবে।

তাছাড়া যারা তাৎক্ষণিক টিআইএন বরাদ্দ নিতে চান তাদের পাসপোর্ট সাইজের সত্যায়িত দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট এর সত্যায়িত ফটোকপি, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্সের ফটোকপি সঙ্গে আনতে হবে।

আলমগীর হান্নান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।