অতিরিক্ত ডিআইজিদের র‌্যাংক ব্যাজ পরালেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২২ আগস্ট ২০১৯

পুলিশ সুপার (এসপি) থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ২০ কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে তাদের র‌্যাংক ব্যাজ পরান আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

DIG-Police

এর আগে গত ১৮ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেয়া হয়।

DIG-Police

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ২০ পুলিশ কর্মকর্তা হলেন- নৌ পুলিশ ঢাকার অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মো. হাবিবুর রহমান, রাজশাহী মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার তানভীর হায়দার চৌধুরী, খুলনা মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার এসএম ফজলুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. কামরুল আহসান, এসবির বিশেষ পুলিশ সুপার প্রলয় চিসিম, এসবির বিশেষ পুলিশ সুপার এসএম আইনুল বারী, বরিশাল মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার হাবিবুর রহমান খান, পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ, নওগাঁর পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, শিল্পাঞ্চল পুলিশ ঢাকার পুলিশ সুপার মো. গোলাম রউফ খান, টিঅ্যান্ডআইএম ঢাকার পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক শামীমা বেগম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার সালমা বেগম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মিরাজ উদ্দিন আহম্মেদ, নৌ পুলিশ ঢাকার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, টিঅ্যান্ডআইএম ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ, সিআইডি ঢাকার পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার এস এম মোস্তাক আহমেদ খান ও চাঁদপুর জেলার পুলিশ সুপার জিহাদুল কবির।

এআর/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।