গোপালগঞ্জে ২ শিশু পাচারকারী আটক


প্রকাশিত: ০৩:০৫ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই শিশু পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪ শিশুকে উদ্ধার করা হয়েছে। আটক দুই নারী পাচারকারীকে বুধবার আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছেন।

উদ্ধারকৃত দুইজনের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে ও অপর দুইজনের বাড়ি একই উপজেলার সিংগিপাড়া আশ্রয়ন প্রকল্পে।

জানা গেছে, এ সকল শিশুদের বেশি বেতনের চাকরি ও টাকার প্রলোভন দিয়ে মঙ্গলবার দুপুরে ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয় লোকজন ও শিশুদের অভিভাবকরা টের পেয়ে পাচারকারী দুই নারীকে নিলফা বাসস্ট্যান্ডে একটি গাড়ি থেকে ধরে ফেলে। পরে পুলিশে খবর দিলে টুঙ্গিপাড়া থানা পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

টুঙ্গিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হক জাগো নিউজকে বলেছেন, এরা একটি সংঘবদ্ধ শিশু ও নারী পাচারকারী দলের সদস্য। আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত ৪ শিশুকে তাদের বাবা-মার কাছে বুঝে দেয়া হয়েছে।

এসএম হুমায়ূন কবীর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।