বাড়িতে এডিসের লার্ভা, ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ২১ আগস্ট ২০১৯

রাজধানীর গুলশানে দু’টি বাসায় এডিস মশার লার্ভা পাওয়ায় দুই লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার গুলশানে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে গুলশান ১ নম্বর এলাকার ১৯ নম্বর রোডের ২৯ নম্বর বাড়ি ও ২১ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ির মালিককে এক লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন বলেন, ডিএসিসির ১৯ নম্বর ওয়ার্ডে দ্বিতীয় দিনের মতো আজ অভিযান চালানো হল। মোট ২০১টি বাড়ি পরিদর্শন করে ১৫টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। তাদের সতর্ক করে দেয়া হয়েছে এবং ‘সাবধান এই বাড়িতে মশার লার্ভা পাওয়া গেছে’ লেখা স্টিকার লাগিয়ে দেয়া হয়েছে।

অন্যদিকে একই ভ্রাম্যমাণ আদালত ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদসহ চারটি দোকান মালিককে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন বলেও জানান হেমায়েত হোসেন।

এএস/এনডিএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।