বর্জ্য ব্যবস্থাপনায় ব্রুনাইয়ের বিনিয়োগ চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪০ পিএম, ২১ আগস্ট ২০১৯

বর্জ্য ব্যবস্থাপনা খাতে ব্রুনাই দারুসসালামের উদ্যোক্তাদের বিনিয়োগ চায় বাংলাদেশ। বুধবার (২১ আগস্ট) সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস উসমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বিনিয়োগের এ আহ্বান জানান।

সাক্ষাতকালে মন্ত্রী ও হাইকমিশনার দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশ ও ব্রুনাই দারুসসালামের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

হাইকমিশনার হারিস উসমান তার দেশের বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি বর্ণনা করে বাংলাদেশেও তা বাস্তবায়ন করা যায় বলে মত প্রকাশ করেন।

মন্ত্রী তাকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশে যেহেতু ভূমির স্বল্পতা আছে কাজেই আমরা প্রচলিত ল্যান্ডফিলের পরিবর্তে অন্য বিকল্প উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কাজ করছি। এক্ষেত্রে ব্রুনাই দারুসসালামের উদ্যোক্তাদের বিনিয়োগ প্রস্তাবনা স্বাগত জানানো হবে।’

এ সময় ব্রুনাইয়ের বেসরকারি প্রতিষ্ঠান নোরকন সান্ডারিং বারহাদ-এর প্রতিনিধি ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএমএম/এমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।