মক্কায় আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২১ এএম, ২১ আগস্ট ২০১৯

পবিত্র হজপালন শেষে গতকাল মঙ্গলবার আব্দুল রাজ্জাক (৬৫) নামে আরও এক হাজি পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার পাসপোর্ট নম্বর বিওয়াই-০০৫০৮৪২। গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ থানায়। তিনি বেসরকারি হজ এজেন্সি লতিফ ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের মাধ্যমে পবিত্র হজ পালনে সৌদি আরব যান।

আব্দুল রাজ্জাকসহ চলতি বছর পবিত্র হজপালনের আগে ও পরে ৯৩ জন হাজি ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে পুরুষ ৭৯ ও নারী ১৪। মোট মৃতের মধ্যে মক্কায় ৮২ জন, মদিনায় ১০ জন ও জেদ্দায় একজন মারা যান।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজে যান। গত ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হয়। ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

এমইউ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।