সবজির কার্টনে দেড় কোটি টাকার বৈদেশিক মুদ্রা


প্রকাশিত: ১২:৩৫ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের এক্সপোর্ট কার্গো ভিলেজ এলাকা থেকে ১ কোটি ৬৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। শাকসবজির কার্টন ঘোষণা করে এগুলোকে সিঙ্গাপুরে রফতানি করা হচ্ছিল। বুধবার সকালে এসব কার্টন জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের সহকারি কমিশনার (এসি) আল-আমিন জানান, সবজিগুলো রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে (আরএক্স-৭৮৪) সিঙ্গাপুরে রফতানি করার কথা ছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এর ভেতর থেকে বৈদেশিক মুদ্রাগুলো পাওয়া যায়।

বৈদেশিক মুদ্রাগুলোর মধ্যে সাড়ে ৬ লাখ সৌদি রিয়াল, ৪৭ হাজার দিরহাম, ৩ হাজার দিনার, ১০ হাজার ৯০০ ইউরো রয়েছে। ঢাকা ট্রেড লিংক নামে একটি রফতানিকারক প্রতিষ্ঠান সবজিগুলো সিঙ্গাপুর পাঠাচ্ছিল। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান আল-আমিন।

এআর/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।