মক্কায় আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩১ এএম, ২০ আগস্ট ২০১৯

পবিত্র হজ পালন শেষে পবিত্র মক্কা আল-মুকাররমায় মো. আনিসুজ্জামান (৫৯) নামে আরও এক হাজির মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনিতে। তার পাসপোর্ট নাম্বার ইবি ০২১১৪৮৪।

গত ২৯ জুলাই বিজি ৩২৬৭ ফ্লাইটযোগে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান আনিসুজ্জামান।

এ নিয়ে চলতি বছর মোট ৮৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৭৭ জন ও মহিলা ১২ জন। মোট মৃতের মধ্যে মক্কায় ৭৯ জন, মদিনায় ৯ জন ও জেদ্দায় ১ জন মারা যান।

এদিকে হজ পালন শেষে বাংলাদেশি হাজিরা দেশে ফিরতে শুরু করেছেন। সোমবার (১৯ আগস্ট) বিজি-৩৫০৬ ও বিজি-৩৮০৬ দুটি ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনায় আগত হাজিরা মক্কা থেকে বাংলাদেশে ফেরেন। সরকারি ব্যবস্থাপনায় আগত ১৫তম ফ্লাইটের হাজিরা এখন মদিনায় অবস্থান করছেন। সেখানে তারা ৮ দিন অবস্থান শেষে বাংলাদেশে ফিরবেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজে আসেন। গত ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হয়। গত ১৭ আগস্ট থেকে শুরু হওয়া ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

এমইউ/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।