পুলিশের লাথিতে ‘অজ্ঞান’ পেয়ারা বিক্রেতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:১২ পিএম, ১৯ আগস্ট ২০১৯
প্রতীকী ছবি

চট্টগ্রামে এক গোয়েন্দা পুলিশের লাথিতে অজ্ঞান হয়ে পড়েন পেয়ারা বিক্রেতা। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে। এতে দুই পাশে যানজট সৃষ্টি হয়।

সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক এলাকায় এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টি সমস্যা সমাধানে চেষ্টা করছে থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বন্দর জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই–কর্ণফুলী) মোস্তফা আল মামুন।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে কর্ণফুলী থানার মইজ্জারটেকে রাস্তার পাশে বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে পেয়ারা বিক্রেতাকে মারধর করে গোয়েন্দা পুলিশের এক সদস্য। মারধরের এক পর্যায়ে ওই পুলিশ সদস্যের লাথিতে অজ্ঞান হয়ে পড়েন পেয়ারা বিক্রেতা। পরে স্থানীয়রা ওই পুলিশ সদস্যকে আটক করে স্থানীয় পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। একইসঙ্গে ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে।

এ বিষয়ে জানতে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ স্থাপন করা যায়নি।

আবু আজাদ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।