ডাম্পিং প্লেসে পুলিশের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ১৯ আগস্ট ২০১৯

এডিস মশার লার্ভা নিধনে ডাম্পিং প্লেসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে পুলিশ। সোমবার দুপুর ১টায় ডিসি ট্রাফিক পশ্চিম মো. জসীম উদ্দীন মোল্লার উদ্যোগে এই বিভাগের ডাম্পিং প্লেসগুলোতে এডিস মশা নিধনকল্পে একটি বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় ডাম্পিং প্লেসগুলোর সব ঝোঁপ-ঝাড় পরিষ্কার করে সেসব স্থানে ব্লিচিং পাউডার ছিটানো হয়। এছাড়া এ এলাকায় রাখা যানবাহনগুলোর ভেতরে কেরোসিন স্প্রে করা হয়।

এই কার্যক্রমে ট্রাফিক পশ্চিম বিভাগের সব এডিসি ও এসিসহ প্রায় ৩০ জন অফিসার অংশগ্রহণ করেন বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।