অবৈধ বিদ্যুৎ সংযোগ : ৯ গ্রাহকের বিরুদ্ধে মামলা, জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:০২ পিএম, ১৯ আগস্ট ২০১৯
ফাইল ছবি

২১ লাখ ৩৭ হাজার ৫৪৪ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করায় ৯ গ্রাহকের বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আড়াই লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) অভিযানে নেতৃত্বে দেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোহিনুর আক্তার। সোমবার (১৯ আগস্ট) দুপুরে এসব তথ্য জানানো হয়।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোহিনুর আক্তার জানান, ২১ লাখ ৩৭ হাজার ৫৪৪ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহার করায় নগরের বাকলিয়া এলাকার সৈয়দশাহ রোড, ময়দার মিল মোড়, বৌ-বাজার খাজা হোটেল এলাকা, আফগান মসজিদ এলাকা, দেওয়ান বাজার ও চকবাজারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৯টি মামলা ও ৯টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ বিদ্যুৎ ব্যবহার করায় চকবাজারের ডায়মন্ড মার্কেটের মালিক মো. আইয়ুবকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

আবু আজাদ/এসএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।