এডিস মশার লার্ভা পাওয়ায় ৯ ভবন মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১৯ আগস্ট ২০১৯

এডিস মশার লার্ভা পাওয়ায় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ইস্টার্ন ভিউ এবং এস ফার্ম লিমিটেডসহ ৯টি ভবন মালিককে ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পরিচালিত মোবাইল কোর্ট। সোমবার (১৯ আগস্ট) রাজধানীর নয়াপল্টন, সেগুনবাগিচা, তোপখানা, ধানমন্ডি, যাত্রাবাড়ী এলাকায় ডিএসসিসির ম্যাজিস্ট্রেটগণ এ অভিযান চালান এবং জরিমানা করেন।

কর্পোরেশনের পক্ষ থেকে চলমান এডিস মশার লার্ভা নিধনের অংশ হিসেবে ডিএসসিসির পাঁচটি অঞ্চলে পরিচালিত এ অভিযানে অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হোসেন ৫০ নয়াপল্টন ইস্টার্ন ভিউকে ৭৫ হাজার টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ধানমন্ডি ৮/এ (নতুন) সড়কের ৩১৭, ৩১৭/১ এবং ৩১৭/২ হোল্ডিংয়ে লার্ভা পাওয়ায় এস ফার্ম লিমিটেড কতৃক নির্মাণাধীন ভবনকে ৫০ হাজার টাকা এবং ২৪/এ/বি তোপখানা রোডের ভবন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবর আলী ১৭/১ লালবাগ জগন্নাথ সাহা ভবন মালিককে ১০ হাজার টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদ উল্লাহ, আতিকউল্লাহ এবং সোনিয়া হোসেন যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ বাড়ির মালিককে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, নগর জুড়ে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসে অভিযান চলছে। সেই অভিযানের অংশ হিসেব আজ (সোমবার) ধানমন্ডি, সেগুনবাগিচা, তোপখানা, যাত্রাবাড়ী এলাকায় ২২৫টি বাড়িতে/ভবনে অভিযান পরিচালনা করা হয়। এছাড়া গতকাল (রোববার) ধানমন্ডি ১১নং সড়কে (নতুন) সিপিডির নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিএসসিসির পক্ষ থেকে ডেঙ্গু মশার লার্ভা নিধনে এ অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, ইতোমধ্যে ডিএসসিসির পক্ষ থেকে ৫৮ হাজার ৭৪৮ বাড়িতে অভিযান চালানো হয়েছে এবং এগুলোর মধ্যে অনেক বাড়িতেই এডিস মশার লার্ভা পাওয়ায় তা ধ্বংস করাসহ বাড়ির মালিকদের এ বিষয়ে সচেতন করা হয়েছে। এছাড়া এডিস মশার লার্ভা ধ্বংস করার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস সদস্যরা এক লাখ ১১ হাজার বাসা বাড়িতে গিয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি প্রাঙ্গণসহ পুরো হাসপাতালে পরিচ্ছন্নতা এবং এডিস মশার লার্ভা নিধনে মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হবে বলেও জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।