জেসমিনের বিরুদ্ধে আদালতে দুদকের অভিযোগপত্র


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ২২ অক্টোবর ২০১৪

হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্পদের বিবরণী দাখিল না করায় বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুদকের উপপরিচালক মনজুর মোর্শেদ এই অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে জেসমিন ইসলামকে পলাতক উল্লেখ করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছে দুদক।

অভিযোগপত্র থেকে জানা যায়, জেসমিন ইসলামের সম্পদের বিবরণী চেয়ে গত বছরের ১৩ নভেম্বর নোটিশ দেয় দুদক। ওই নোটিশের পরও সম্পদের বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে দুদক আইনের ২৬-এর ২ ধারায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।