৩১ আগস্ট বসছে ‘ক্যারিয়ার সিম্পোজিয়াম’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৫০ পিএম, ১৯ আগস্ট ২০১৯

আইডল ফোকাসের আয়োজনে আগামী ৩১ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যারিয়ার ইভেন্ট ‘ক্যারিয়ার সিম্পোজিয়াম অন – ক্যারিয়ার ইন কাস্টমার সার্ভিস ইন্ডাস্ট্রি’। এটি আইডল ফোকাসের ১১তম ক্যারিয়ার ইভেন্ট। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ইস্টার্ন ইউনিভার্সিটির ধানমন্ডি ক্যাম্পাসে। দুপুর ২টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. শহিদ আকতার হুসাইন। সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন আইডল ফোকাসের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর বিপ্লব কান্তি দাস।

অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- জেনেক্সের ভাইস প্রেসিডেন্ট দীপ্ত ঘোষাল, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম রনি, এসিআই লজিস্টিকসের এক্সিকিউটিভ ডিরেক্টর সাব্বির হাসান নাসির, রিজেন্ট এয়ারওয়েজ এবং ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী ইমরান আসিফ।

অনুষ্ঠানটির বিষয়ে আরও জানতে ভিজিট করুন- www.facebook.com/idolfocus অথবা www.facebook.com/events/1079811829073997

এ ছাড়া ০১৮৪১১২২০০২, ০১৮৭৩৪৪৪৪৪১ নম্বরে কল করে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারতি জানা যাবে। অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা।

যেকোন বিভাগের ছাত্রছাত্রী ও তরুণ পেশাজীবীরা এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

অনুষ্ঠানটির স্ট্রাটেজিক পার্টনার হিসেবে আছে ইস্টার্ন ইউনিভার্সিটি, অনলাইন নিউজ পার্টনার হিসেবে আছে জাগোনিউজ২৪ডটকম এবং ইউথ পার্টনার হিসেবে আছে ইউথ ভিলেজ। অন্যান্য পার্টনার হিসেবে আছে এসজে ক্যাটারিং, আইডল ফোকাস ইভেন্ট ম্যানেজমেন্ট, গো ইয়ুথ বিডি।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।