মিল্ক ভিটা নিয়ে বৈঠক আহ্বান সংসদীয় কমিটির

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১২ পিএম, ১৯ আগস্ট ২০১৯

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটেডের (মিল্ক ভিটা) উৎপাদন, বিপণন, উৎপাদিত পণ্যের মান, আয়-ব্যয়, লাভ-লোকসান এবং প্রতিষ্ঠানের সর্বশেষ বার্ষিক রিপোর্ট নিয়ে বৈঠক আহ্বান করেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনে এ বৈঠক হবে। কমিটির সভাপতির একান্ত সচিব মো. মাহাবুবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এদিকে কমিটির এক সদস্য জানান, দেশের ক্রমবর্ধমান দুগ্ধ শিল্প নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। অনেকে নানা ধরনের প্রতিবেদন দিচ্ছে। এসব নিয়েও বৈঠকে আলোচনা হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন সাবেক চিফ হুইপ ও কমিটির সভাপতি আ স ম ফিরোজ। এ ছাড়া কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, ওমর ফারুক চৌধুরী, বেগম ইসমাত আরা সাদেক, নারায়ন চন্দ্র চন্দ, মো. মাহবুব-উল- আলম হানিফ, মির্জা আজম, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. জিল্লুল হাকিম এবং মুহিবুর রহমান মানিক উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন।

এইচএস/জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।