পাঠাবলির সময় খড়গে হাত বিচ্ছিন্ন যুবকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ১৮ আগস্ট ২০১৯

চট্টগ্রামের রাউজানে পাঁঠা বলির সময় অসাবধানতাবশত খড়গে (রামদা) আদিনাথ দে (৩০) নামের এক যুবকের হাত বিচ্ছিন্ন হয়েছে।

রোববার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার বাগোয়ান ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোয়েপাড়ায় রোববার দুপুর ১২টার দিকে মনসা পূজা উপলক্ষে ব্রাহ্মণ খড়গ দিয়ে পাঁঠা বলি দিতে যান। এ সময় খড়গটি উপরে থাকা ইলেকট্রিক তারে লেগে পাঠা চেপে ধরা আদিনাথের বাম হাতের ওপর পড়ে। এতে তার হাত কাটা পড়ে।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

আবু আজাদ/এমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।