প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘সহায়ক কর্মচারীর’ পদনাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২০ পিএম, ১৮ আগস্ট ২০১৯

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘সহায়ক কর্মচারী’ পদনাম পরিবর্তন করে ‘অফিস সহায়ক’ রাখা হয়েছে। নাম পরিবর্তন করে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহমেদ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি অফিসে বিদ্যমান পুরনো পদনাম পরিবর্তন-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। ওই পরিপত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘চাপরাশি’ পদের নাম পরিবর্তন করে ‘সহায়ক কর্মচারী’ রাখা হয়। এখন ‘সহায়ক কর্মচারী’ পদনাম ‘অফিস সহায়ক’ হিসেবে পরিবর্তন করা হলো।

আরএমএম/এনডিএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।