শাহজালালে ১০ হাজার পিস ইয়াবাসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ১৮ আগস্ট ২০১৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ মো. জসিম উদ্দিন নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

রোববার দুপুর ১টার দিকে নভোএয়ারের ভিকিউ ৯৩৪ বিমানে কক্সবাজার থেকে অবতরণের পর শাহজালালের বহিরাঙ্গন থেকে তাকে আটকের পর ওই ইয়াবা জব্দ করে আর্মড পুলিশ। আটক জসিম উদ্দিনের বাড়ি কক্সবাজার টেকনাফের উখিয়ায়।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, ওই যাত্রী নভোএয়ারযোগে শাহজালালে অবতরণের পর বহিরাঙ্গনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রথমে ইয়াবার বিষয়টি অস্বীকার করেন।

পরে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শুরু করলে তিনি ইয়াবা পরিবহনের বিষয়টি স্বীকার করেন। নিজ পেটে বিশেষ বেল্ট দিয়ে বাঁধা ইয়াবার প্যাকেট বহন করছিলেন তিনি। সেখান থেকে প্রায় ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে

বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেইউ/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।