বাংলাদেশি হাজীদের পদচারণায় মুখর জেদ্দা টার্মিনাল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:০২ পিএম, ১৭ আগস্ট ২০১৯

বাংলাদেশি হাজীদের পদচারণায় ফের মুখর হয়ে উঠেছে জেদ্দা হজ টার্মিনাল। শনিবার (১৭ আগস্ট) থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে।

জেদ্দা বিমানবন্দরে কর্মরত ধর্ম মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সরকারি প্রথম ফ্লাইট বিজি ৩৫০২ এর হজযাত্রীদের বোর্ডিং শুরু হয়েছে। স্থানীয় সময় ১১টায় ৪১৯ যাত্রী নিয়ে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

HAJI-jeddah

এর আগে ভোর ৪টার দিকে সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৮ ফ্লাইটটি ৩৪০ যাত্রী নিয়ে ছেড়ে যায়।

আজ শুরু হওয়া ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

HAJI-jeddah

গত ১০ আগস্ট চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হয়। সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় এবার মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ বাংলাদেশি হজযাত্রী পবিত্র হজ পালন করেন।

এমইউ/এনডিএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।