বিমানবন্দরে ‘পরিষ্কার হচ্ছে’ ট্রেনের ছাদ-ইঞ্জিনের যাত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১৭ আগস্ট ২০১৯

ঈদুল আজহা উদযাপন করতে রাজধানী ছেড়ে লাখো মানুষ ছুটে যান গ্রামের বাড়ি। পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশীর সঙ্গে ঈদ উদযাপন করে এখন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন তারা। কিন্তু ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে অনেকেই ট্রেনের ছাদ ও ইঞ্জিনে করে রাজধানীতে ফিরছেন।

রেলপথে ঢাকায় ফেরার প্রবেশদ্বার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ছাদে ও ইঞ্জিনে চেপে আসা যাত্রীদের নামিয়ে দেয়া হচ্ছে। এরপর যাত্রীর বাড়তি চাপহীন ট্রেন প্রবেশ করছে কমলাপুর রেলওয়ে স্টেশনে।

back-to-dhaka-

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে শনিবার (১৭ আগস্ট) সকালে গিয়ে এ চিত্র দেখা যায়।

বিমানবন্দর স্টেশনে সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে আসে ধূমকেতু এক্সপ্রেস এবং পৌনে ১১টায় কিশোরগঞ্জ থেকে আসে এগার সিন্ধু এক্সপ্রেস। এ ট্রেন দুটির ইঞ্জিন ও ছাদে চেপে আসা যাত্রীদের নামাতে দেখা যায় বিমানবন্দর স্টেশনে দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাদের।

আনসার সদস্যরা জানান, ট্রেনের ছাদে ও ইঞ্জিনে করে আসা নিষেধ। তাই তাদের নামিয়ে দেয়া হচ্ছে।

ধূমকেতু এক্সপ্রেসের ইঞ্জিনে আসা পাবনার মো. শামছুলকেও নামিয়ে দেয়া হয়েছে। তিনি জাগো নিউজকে জানান, ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ইঞ্জিনে করে তারা বেশ কয়েকজন নারী-পুরুষ মিলে ঢাকায় আসছিলেন। কিন্তু বিমানবন্দর স্টেশনে আসলে তাদের নামিয়ে দেয়া হয়।

পিডি/এনডিএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।