সমৃদ্ধ দেশ গড়তে করের আওতা বাড়াতে হবে


প্রকাশিত: ০১:০৬ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, সমৃদ্ধ দেশ গড়তে করের আওতা বাড়াতে হবে। করের আওতা না বাড়িয়ে একই ব্যক্তি থেকে একাধিকবার কর আদায় করার কারণে করদাতাদের মধ্যে বিরক্তি ও ভীতি কাজ করছে।

মঙ্গলবার দুপুরে নগরীর আগ্রাবাদে সরকারি কার্যভবন-২ সংলগ্ন মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সুখী সমৃদ্ধ দেশ গড়তে করের বিকল্প নেই। জাতীয় আয়কর দিবস উপলক্ষে চট্টগ্রাম কর অঞ্চল-১ আয়োজিত এ অনুষ্ঠানে ২৭ জন করদাতাকে সম্মাননা প্রদান করা হয়।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আমাদের দেশে ১৬ কোটি মানুষের বসবাস। এর মধ্যে ৪ কোটি মানুষ কর দিতে চায়।  রাজস্ব বোর্ড করের আওতা বাড়াতে না পারায় আগ্রহী করদাতাদের কাছ থেকে কর আহরণ সম্ভব হচ্ছেনা।  যদি ২ কোটি মানুষের কাছ থেকেও কর আদায় করা যেত, তাহলে রাজস্ব খাত আরও গতিশীল হতো, রাজস্ব খাতে আয় বেশি হতো।

তিনি বলেন, উপজেলা পর্যায়কে কর মেলার মাধ্যমে করের আওতায় আনা হয়েছে। কিন্তু করদাতাদের মধ্যে ভীতি সঞ্চার যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

আয়কর দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম কর আপিল কমিশনার কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফরিদ উদ্দিন , চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল হক, মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান, চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম  প্রমুখ।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।