জাতি হিসেবে বঙ্গবন্ধুর কাছে আমরা ঋণী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১৫ আগস্ট ২০১৯

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘জাতি হিসেবে আমাদের পরম সৌভাগ্য যে আমরা বঙ্গবন্ধুর মতো নেতাকে পেয়েছিলাম। জাতীয় জীবনের এমন কোনো দিক নেই যেখানে তার নজর ছিল না। তার জন্ম না হলে জন্ম হতো না বাংলাদেশের, আমরা পেতাম না আমাদের স্বাধীনতা। তাই জাতি হিসেবে আমরা সম্মিলিতভাবে বঙ্গবন্ধুর কাছে ঋণী। এ ঋণ আমাদের থেকে যাবে চিরকাল।’

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিডা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় এ কথা বলেন বিডার এ নির্বাহী পরিচালক।

আলোচনার শুরুতেই ১৫ আগস্টের সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

১৫ আগস্টের সব শহীদের স্মরণ করে আমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ছোট একটা দেশ, তবু এত অর্জন। এর সূচনা করে গেছেন বঙ্গবন্ধু। যে স্বপ্ন তিনি আমাদের জন্য দেখেছেন, এখন তা বাস্তবায়িত হচ্ছে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। বঙ্গবন্ধু আমাদের অস্তিত্বে মিশে আছেন, মিশে থাকবেন।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন- নাভাস চন্দ্র মণ্ডল (নির্বাহী সদস্য), মহসিনা ইয়াসমিন (নির্বাহী সদস্য), সাইফুল্লাহ মকবুল মোর্শেদ (নির্বাহী সদস্য), মইনুল ইসলাম (নির্বাহী সদস্য), মোশারফ হোসেন (সচিব-বিডা), মো. শাহ আলম (পরিচালক), নোমানুর জামান আল আজাদ, শিকদার দিদারুল প্রমুখ।

পিডি/এনডিএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।